রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার অন্যতম সমন্বয়ক মোঃ মারুফ হোসেন সুকর্ন গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এবং যশোর-ঝিনাইদহ ও যশোর-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শহরের পালবাড়ি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান এর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত ৩/৪ বছর পূর্বে যশোর-খুলনা মহাসড়ক সংস্কার করা হলেও নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলে উক্ত মহাসড়ক ভেঙ্গে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। মহাসড়কের এই বেহালদশার জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার জন্য বক্তারা শুধু গাড়িচালকদের দায়ী না করে প্রশাসনকেও দায়ী করেন। তারা অবিলম্বে যশোর-ঝিনাইদহ এবং যশোর-খুলনা মহাসড়ক সংস্কারের দাবি জানান। আগামী সাত দিনের মধ্যেও যদি সড়ক সংস্কারের কাজ শুরু না করা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সড়ক ভবন ঘেরাও করবেন বলে হুশিয়ারি দেন।
উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, মূখ্য সংগঠক আল মামুন লিখন, যুগ্ম আহ্বায়ক সাইদ আহমেদ রিজভী, সংগঠক ইব্রাহিম খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।