ডেস্ক রিপোর্ট :
মাগুরার শ্রীপুরে দোরাননগর মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ লাখ টাকা নিয়োগ বানিজ্যের মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী। সাংবাদিকেরা এলাকায় তথ্য সংগ্রহে গেলে এমনটি দাবি করেন তারা। সম্প্রীতি দোরাননগর মাধ্যমিক বিদ্যালয়ে ৩৬ লাখ টাকার নিয়োগ বানিজ্য ও শিক্ষার্থীর সংখ্যা কম এ শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
শিক্ষার্থী সংখ্যা কম হলেও প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত। তাছাড়া এলাকার সামাজিক দলাদলি ও আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠাই এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা কমেছে বলে দাবি তাদের। তারা আরোও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নোংরা রাজনীতি করা ঠিক না। কিন্তু একটি পক্ষ এ প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করছেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষক ও কর্মচারী বলেন, যে নিয়োগের সময়কার নিয়োগ বানিজ্যের অভিযোগ তোলা হচ্ছে আমরা তখন নিয়োগ পেয়েছিলাম। আমরা নিয়োগ প্রাপ্তির জন্য কাউকে কোন টাকা-পয়সা দেয়নি। বেতনই বা কত টাকা যার জন্য লাখ লাখ টাকা দিয়ে নিয়োগ নেব?
এলাকাবাসী জানান, এ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এলাকায় নোংরা রাজনীতি চলছে। নোংরা রাজনীতির বলি একটি শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না। আমরা এলাকাবাসী এ সমস্যার উত্তরণ চাই। আর নিয়োগ বানিজ্যের যে বিষয়টি বলা হচ্ছে আসলে তা সত্যি নই।
এ বিষয়ে দোরাননগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরাপদ বারুরী বলেন, আমি নিজেও তখন প্রধান শিক্ষক পদে চাকরি প্রার্থী ছিলাম। নিয়োগ বানিজ্য হয়েছে কি না আমি জানি না। তবে আমি আমার চাকরি প্রাপ্তির জন্য কোন টাকা-পয়সা দেইনি। গ্রামবাসি নিজেদের ভাল বুঝছেন না। তারা এ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নোংরা রাজনীতি করছেন। এবং আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠাই এখানে স্বাভাবিকভাবেই শিক্ষার্থী কমে গেছে। আমরা এ সমস্যা সমাধানের চেষ্টা করছি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দোরাননগর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের প্রাক্তন একজন সদস্য বলেন, কারো নিয়োগের জন্য কোন টাকা-পয়সা নেওয়া হয়নি। নিয়োগ বানিজ্যের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।